• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

টাকা নিয়েও জমিতে সেচ না দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দূর্গাপুর গ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর বাহার আলীর বিরুদ্ধে টাকা নিয়েও জমিতে সেচ না দেওয়ার অভিযোগে উঠেছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর মধ্যপাড়া মসজিদের মোড়ে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষকরা। এতে প্রায় ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মান্দা উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেকেন্দার আলী, ভুক্তভোগী কৃষক আছির উদ্দিন মন্ডল, আশরাফুল ইসলাম, আবুল কাসেম, আব্দুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম মোল্লাসহ অন্যান্যরা।

কৃষকরা বলেন, ২০ থেকে ২২ বছর আগে এ গ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কৃষকের কথা চিন্তা করে গভীর নলকূপের স্থাপন করেন। এ গভীর নলকূপ থেকে অন্তত ৭০-৮০ জন কৃষক ১৩০ বিঘা জমিতে সেচ দিয়ে চাষাবাদ করেন। চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে বিঘা প্রতি ১২শ টাকা করে নেওয়ার পর ১ বার সেচ দিয়ে ধান লাগানোর পর আর জমিতে কোনো সেচ দিচ্ছেন না অপারেটর বাহার আলী। দিনের পর দিন সেচের জন্য ঘুরতে হচ্ছে। এছাড়াও বিভিন্ন সময় অতিরিক্ত টাকাও নিয়ে থাকেন তিনি। এসব বিষয়ে উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ফলে সময়মতো সেচের পানি না পেলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। তাই দ্রুত কৃষকের স্বার্থে অপারেটর পরিবর্তন করে নতুন কাউকে দায়িত্ব দেওয়া ও সেই সঙ্গে বিএমডিএ কর্তৃপক্ষকে মাঠ পর্যায়ে তদারকি বাড়ানো দাবি জানান কৃষকরা।

কৃষক আব্দুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম মোল্লা, হাসেন আলী, সাইদুর রহমান বলেন, ইরি-বোরো মৌসুমে বিঘা প্রতি ১৭শ টাকা করে নেন। আমন মৌসুমে ১২শ টাকা করে নিয়েছেন। বিভিন্ন সময় কৃষকদের জিম্বি করে অতিরিক্ত টাকাও নিয়ে থাকেন তিনি। কিন্তু সঠিক সময়ে জমিতে সেচ দেওয়া হয় না।

তারা আরও বলেন, রোদে-পুড়ে আমরা চেষ্টা করি ভালো ফসল ফলানোর জন্য। এসব ফসলের ওপর আমাদের সংসার চলে। এখন যদি সেচের ওভাবে ভালো ফলন না হয় তাহলে আমরা সংসার কিভাবে চালাবো। তাই আমরা চাই অপারেটর পরিবর্তন করে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হোক। এতে করে আমাদের সমস্যগুলো সমাধান হবে।

সম্প্রতি প্রতারণার মামলায় কারাগারে থাকায় নলকূপের অপারেটর বাহার আলীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে উপজেলা বিএমডিএ-র সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ