• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য সাকিব

আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার সাকিব নিজেই ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। এমসিসি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া মেইলটিও ফেসবুকে আপলোড করেছেন সাকিব।

সেখানে তিনি লিখেছেন, মর্যাদাপূর্ণ এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে সদস্য নির্বাচিত করায় আমি সত্যিই গর্বিত। আমাকে সম্মানিত করায় আপনাদের ধন্যবাদ। বর্তমানে একইসঙ্গে তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার হচ্ছেন সাকিব। দীর্ঘদিন ধরেই এই অবস্থান ধরে রেখেছেন তিনি। জাতীয় দলে খেলার পাশাপাশি বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগেও খেলে থাকেন সাকিব। উল্লেখ্য, ১৭৮৭ সালে এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) প্রতিষ্ঠিত হয়। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিকানা এ কমিটির অধীনে। ক্রিকেট সংক্রান্ত সব নিয়মকানুন ও আইন প্রণয়ন করে এ কমিটি। এমসিসি দু’টি বার্ষিক সভার আয়োজন করে। সেখানে ক্রিকেটের প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এটি মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সমন্বয়ক সংস্থার ভূমিকা পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ