• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

চোরকে চিনে ফেলায় সাংবাদিকের মাকে জবাই করে হত্যা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

টাঙ্গাইলের ভূঞাপুরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার এক সাংবাদিকের মা সুলতানা সুরাইয়া হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার পাঁচদিন পর আজ বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পিবিআই কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জেলা পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন এসব তথ্য জানান।

তিনি বলেন, চুরি করতে গিয়ে চিনে ফেলায় সুলতানা সুরাইয়াকে জবাই করে হত্যা করা হয় বলে স্বীকার করেছে আসামিরা। গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জের সায়দাবাদের লাবু এবং টাঙ্গাইলের ভুঞাপুরের পশ্চিম ভুঞাপুর গ্রামের আল আমিন আকন্দ।

পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন জানান, ১৫ তারিখে লাশ উদ্ধারের পর পিবিআই ছায়া তদন্ত শুরু করে। এরপর পিবিআইয়ের একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ও বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ২ জন আসামিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, নিহত সুলতানা সুরাইয়ার বাড়িতে চুরি করার জন্য ওই বাসায় গেলে সুলতানা তাদের চিনে ফেলেন। পরে তাকে লাইলনের সুতা ও চাকু দিয়ে গলা কেটে হত্যা করে তারা। এ সময় নগদ ১২ হাজার টাকা ও ২ টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ভুঞাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতর পরিবার। আসামিদেরকে ভুঞাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ