• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

ডিজিএফআই পরিচয়ে মন্ত্রী-সচিবের কাছে তদবির, অবশেষে ধরা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সার্জেন্ট পরিচয়ে নিয়মিত তদবির করা মো. নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। দীর্ঘদিন তার কর্মকাণ্ডে নজর রাখছিলেন গোয়েন্দারা। অবশেষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে তদবির করতে এসে ধরা পড়েন তিনি।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে সচিবের একান্ত সচিবের দপ্তর থেকে তাকে আটক করে গোয়েন্দা কর্মকর্তারা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, ‘আমার বাড়ি পটুয়াখালী, ঢাকায় আমি এখানে এমনি এসেছিলাম। আমি ২০১৮ সালে ডিজিএফআই থেকে অবসরে গিয়েছি। আমি কোনো তদবিরের সঙ্গে জড়িত নই।’

সচিবালয়ে কর্মরত ডিজিএফআইয়ের কর্মকর্তারা বলেন, নজরুল ইসলাম নামে এক ব্যক্তি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে দুই বছর ধরে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে তদবির করে আসছিলেন বলে আমাদের কাছে অভিযোগ ছিল। তিনি মন্ত্রী-সচিবদের কাছে নিয়মিত তদবির করতেন। অনেকে মন্ত্রী-সচিব বুঝতে পারতেন না তিনি ভুয়া। আমরা তাকে ধরার চেষ্টা করছিলাম। আজ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তিনি। পরে সচিবের একান্ত সচিবের কক্ষে অবস্থানের সময় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। সে ডিজিএফআইয়ের ভুয়া একটা কার্ড বানিয়েছে। তিনি ডিজিএফআইয়ে ছিলেন এটা ভুয়া কথা।

সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকার পুলিশের ডিসি হুমায়ুন কবির বলেন, আটক নজরুল ইসলাম নিজেকে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা বলে পরিচয় দিয়েছেন। তিনি আদৌ ডিজিএফআইয়ে ছিলেন কি না- তা যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা তাকে শাহাবাগ থানায় সোপর্দ করেছি। সচিবালয়ে কর্মরত ডিজিএফআই সদস্যরা তাকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রেখেছিলেন। উনি দাবি করেছেন, আগে ডিজিএফআইয়ে ছিলেন। সেজন্য তদন্ত করে পরে সেটি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ