• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

‘তোমরা মুসলিমরা মরবে’ বার্তা দিয়ে শিকাগোতে শিশুকে নির্মমভাবে হত্যা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
ছয় বছর বয়সী ফিলিস্তিনি বংশোদ্ভূত শিশু ওয়াদেয়া আল-ফায়ুম - সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ৬ বছর বয়সী এক শিশুকে ছুটিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে ৭১ বছরের এক বৃদ্ধ। শিশুটিকে আর্মি স্টাইলে ২৬ বার ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মাও গুরুতর আহত হয়েছেন।

শনিবার শিকাগো শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে মা-ছেলেকে ঘরের মধ্যেই পড়ে থাকতে দেখে পুলিশ। এ ঘটনার ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ।

পুলিশের মতে, পরিবারটি ফিলিস্তিনি বংশোদ্ভূত। তাদের ইসলামিক বিশ্বাসের এবং ফিলিস্তিন-ইসরাইলের সহিংসতার প্রতিক্রিয়ার কারণে টার্গেট করা হয়েছিল।

জানা গেছে, ‘তোমরা মুসলিমরা মরবে’… এই বুলি আওড়াতে আওড়াতে ওই শিশুর বুকে-পেটে কোপাতে থাকেন বৃদ্ধ। বাধা দিতে এলে শিশুর মাকেও কয়েকবার ছুরিকাঘাত করা হয়।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) এক বিবৃতিতে বলেছে, ওই পরিবারটি ফিলিস্তিনি বংশোদ্ভূত। তাদের বাড়িওয়ালা ওই বৃদ্ধ হটাৎ ঘরে ডুকে শিশুটির মা ৩২ বছর বয়সী হানান শাহিনকে শ্বাসরোধ ও ছুরিকাঘাত করতে এগিয়ে যান। হানান শাহিন বাথরুমে গিয়ে ৯১১-এ (আমেরিকার জরুরি সেবা) কল করেন।

বিবৃতিতে আরো বলা হয়, হানান শাহিন বাথরুম থেকে বেরিয়ে দেখেন তার ছয় বছর বয়সী ছেলে ওয়াদেয়া আল-ফায়ুমকে নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তের নাম প্রকাশ করেনি পুলিশ। মা ও ছেলেকে ছুরিকাঘাতের পর ওই ব্যক্তি ঘরের বাইরেই বসা ছিলেন। তখন তার কপাল থেকে রক্ত ঝরছিল।

ওই ব্যক্তিকে রোববার আদালতে তোলা হয়েছে, পুলিশ তার বিরুদ্ধে প্রথম গ্রেডের হত্যার অভিযোগ দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ