• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

ইসরাইলকে শর্তহীন হত্যা চালানোর সবুজসঙ্কেত দেয়া হয়নি : কাতারের আমির

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি - ফাইল ছবি

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি বলেছেন, ইসরাইলকে শর্তহীন হত্যাকাণ্ড চালানোর সবুজসঙ্কেত দেয়া হয়নি।

আজ মঙ্গলবার উপসাগরীয় দেশটির বার্ষিক উপদেষ্টা শূরা কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি।

শেখ তামিম বলেন, ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধ বিপজ্জনক উত্তেজনা, যা এই অঞ্চল ও বিশ্বের জন্য হুমকিস্বরূপ।

ইসরাইল ও হামাসের মধ্যে মধ্যস্ততাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটে এই প্রথম কাতার কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করল। কাতারের মধ্যস্ততাতেই গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস দু’দফায় তাদের হাতে আটক চার বন্দীকে মুক্তি দিয়েছে।

শেখ তামিম বলেন, ‘আমরা যে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি দেখছি, তার বিরুদ্ধে কঠোর আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা দ্বিমুখী নীতি কিংবা ফিলিস্তিনি শিশুদের জীবনকে মূল্যহীন করার নীতিকে মেনে নিতে পারি না। মনে হচ্ছে, তাদের কোনো চেহারা নেই, নাম নেই।’

গাজার জন্য ‘আরো দ্রুত সাহায্যের আহ্বান ইইউ’র
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল সোমবার গাজায় দ্রুত সাহায্য বিতরণের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ব্লকটি ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে ‘মানবিক বিরতি’ দেওয়ার আহ্বান জানিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকের আগে বোরেল বলেন, পানি-বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারসহ গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো আরো দ্রুত নিশ্চিত করতে হবে।

সূত্র : আল জাজিরা, এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ