যেকোনো উপায়ে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের হাতে বন্দিদের মুক্তি চায় ইসরায়েল। এ জন্য প্রয়োজন তথ্য।
কিন্তু হামাস বন্দিদের কোথায় রেখেছে কোনো ক্লু পাচ্ছে না দেশটির সেনাবাহিনী। এ পরিস্থিতিতে তারা গাজাবাসীর কাছে হাত পেতেছে। নিরাপত্তা ও আর্থিক ক্ষতিপূরণের বিনিময়ে হামাসের হাতে বন্দিদের তথ্য জানতে চাইছে তারা।
আল জাজিরার মঙ্গলবারের (২৪ অক্টোবর) লাইভ আপডেট প্রোগ্রামে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা ও আর্থিক ক্ষতিপূরণের বিনিময়ে হামাসের হাতে বন্দিদের তথ্য প্রকাশ করতে গাজার বাসিন্দাদের কাছে আবেদন করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।
আইডিএফ এক বিবৃতির মাধ্যমে গাজার বাসিন্দাদের বলেছে, আপনারা যদি নিজের ও আপনার সন্তানের জন্য একটি ভালো ভবিষ্যৎ চান, পদক্ষেপ নিন। যত তাড়াতাড়ি সম্ভব আপনার এলাকায় অপহৃতদের বিষয়ে আমাদেরকে শক্ত ও দরকারি তথ্য দিন।
এতে আরও বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী আপনাকে আশ্বস্ত করছে, আপনার ও আপনাদের বাড়ির নিরাপত্তা দিতে সর্বোচ্চ প্রচেষ্টা করবে। সেইসাথে আর্থিক পুরস্কার দেওয়া হবে। আমরা আপনাকে সম্পূর্ণ গোপনীয়তার গ্যারান্টিও দিচ্ছি।
বিবৃতির সঙ্গে আইডিএফ তাদের সঙ্গে যোগাযোগের জন্য নানা তথ্যও জুড়ে দিয়েছে।