জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের পক্ষ নিয়ে কথা বলায় এবার মুখোমুখি অবস্থানে জাতিসংঘ ও ইসরায়েল।
গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনের উদ্বোধনীতে বক্তব্য দেন গুতেরেস। এ সময় তিনি ইসরায়েলে হামাসের হামলার পক্ষ নিয়ে মন্তব্য করে বলেন, “গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছিল, তা ‘শূন্য থেকে’ হয়নি।“
এ সময় ফিলিস্তিনের পক্ষ নিয়ে জাতিসংঘ মহাসচিব আরও বলেন, “হামাসের হামলা শূন্য থেকে হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারির শিকার হয়েছেন। তাঁরা তাঁদের ভূখণ্ড বসতিতে পরিণত এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছেন। তাদের অর্থনীতি থমকে গেছে। এখানকার বাসিন্দারা বাস্তুচ্যুত হয়েছেন এবং তাঁদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। তাঁদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশা ধূলিসাৎ হয়ে গেছে।
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দখলদারি ও নৃশংসতার বিরুদ্ধে কথা বলে তোপের মুখে পড়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর পদত্যাগ দাবি করেছে ইসরায়েল।
গুতেরেসের এমন মন্তব্যের পর অধিবেশনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। তিনি গুতেরেসকে জিজ্ঞাসা করেন, “এমন গণহত্যার কোনও কারণ থাকতে পারে না। আপনি কোন জগতে বাস করেন?” এ সময় গুতেরেসের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল সিদ্ধান্ত জানান তিনি।
এদিকে গুতেরেসকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। তিনি বলেন, “তিনি (গুতেরেস) জাতিসংঘের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নন।”
এছাড়া ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত বিবিসিকে বলেছেন, গুতেরেস তাঁর বক্তব্যে সন্ত্রাসবাদকে ন্যায্যতা দিয়েছেন।
যদিও এ নিয়ে আরও কোন মন্তব্য বা বিবৃতি দেয়নি জাতিসংঘ। তবে পরবর্তীতে জাতিসংঘের মহাসচিব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তার বক্তৃতার অন্যান্য অংশ তুলে ধরে বলেন, “ফিলিস্তিনিদের দুর্দশার কারণে হামাসের ভয়ংকর হামলা ন্যায্যতা পেতে পারে না। আর ওই ভয়ংকর হামলার কারণে ফিলিস্তিনি মানুষদের সম্মিলিতভাবে যে শাস্তি দেওয়া হচ্ছে, তা–ও ন্যায্যতা পায় না।“
তবে এতে সন্তুষ্ট নয় ইসরায়েল। ইতিমধ্যে জাতিসংঘের মুখোমুখি দেশটি। এমনকি জাতিসংঘের কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছে ইসরায়েল।
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান ইসরায়েলি রেডিওকে জানিয়েছেন যে ইতিমধ্যেই জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথসের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে।
এ সময় এরদান বলেন, “তাদের একটি পাঠ শেখানোর সময় এসেছে।