• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

ইসরাইলের মরণ কামড়, বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন গাজা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার রাতে ব্যাপক বোমা হামলা শুরু করে দখলদার ইসরাইলি বিমান বাহিনী। এতে মোবাইল ও ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ হওয়ায় বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা উপত্যকা।

এর মাধ্যমে গাজা বিশ্ব থেকে বিচ্ছিন্ন বা অনেকটা ব্লাক আউটও হয়ে পড়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এতে হাসপাতালগুলোতে তৈরি হয়েছে সবচেয়ে বেশি মানবেতর পরিস্থিতি।

অভিযান শুরুর আগে গাজার বেসামরিকদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিলেও সেদিক লক্ষ্য করেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এ নিয়ে আন্তর্জাতিক মহলে উঠেছে প্রশ্ন।

এদিকে, কাতারের মধ্যস্থতায় হামাস-ইসরাইলের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

এরমধ্যেই গাজায় তীব্র বোমা হামলা শুরু করেছে নেতানিয়াহু সরকার। এ অবস্থায় যুদ্ধবিরতির আগে গাজায় ইসরাইলি সৈন্যরা বড় স্থল অভিযান শুরু করতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের। যুদ্ধবিরতির আগে শেষবারের মতো এটাই তীব্র হামলা বলেও ধারণা করা হচ্ছে।

এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আপত্তিকে পাত্তা না দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গাজায় যুদ্ধ বিরতির আহ্বান জানায়। চার বার ব্যর্থ হওয়ার পর শুক্রবার ১শ ২০টি ভোট পড়ে যুদ্ধ বিরতির পক্ষে। ভোট দেয়া থেকে বিরত ছিল ৪৫টি দেশ। বিপক্ষে ভোট দেয় ১৪টি। তবে সংখ্যাগরিষ্ঠ ভোটে যুদ্ধ বিরতির প্রস্তাবটি পাশ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ