মেক্সিকোতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ওটিস আকাপুলকোর প্রশান্ত মহাসাগরীয় সৈকত রিসোর্টে প্রবল আঘাত হানার পর অন্তত ২৭ জন নিহত হয়েছে।
ওটিস ঘণ্টায় ২৭০ কিলোমিটার (ঘণ্টায় ১৬৫ মাইল) বেগে বয়ে যায়। বাড়ি এবং হোটেলের ছাদ, মাটি থেকে গাছ উপড়ে ফেলে এবং এই অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে এক প্রেস কনফারেন্সে প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর বলেন, আকাপুলকো যা ভোগ করেছে তা সত্যিই বিপর্যয়কর।
কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে অনেকেই উপচে পড়া নদীতে ভেসে গেছে। নিখোঁজ রয়েছেন চারজন। সরকার কতজন আহত হয়েছে তা জানায়নি তবে এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
কয়েক ঘন্টার মধ্যে ওটিস একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড় থেকে পাঁচ ধাপের সাফির-সিম্পসন স্কেলের সবচেয়ে শক্তিশালী বিভাগে ভূমিতে আঘাত করার আগে কর্তৃপক্ষকে অবাক করে দিয়েছিল।
লোপেজ ওব্রাডর বলেন, সাম্প্রতিক সময়ে দেশে এটি নজিরবিহীন। শুধুমাত্র যেভাবে এটি এত দ্রুত শক্তিশালী হয়েছে তা নয় বরং হারিকেনের মাত্রার কারণেও।
ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন হারিকেনটিকে রেকর্ডে সবচেয়ে দ্রুত গতিশীল গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়গুলির মধ্যে একটি হিসেবে বর্ণনা করেছে।