• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

ইসরায়েলি মন্ত্রীর পারমাণবিক হুমকির জবাবে ফিলিস্তিনিরা যা বললো

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

ইসরায়েলি মন্ত্রীর পারমাণবিক হুমকির জবাবে ফিলিস্তিনিরা নিন্দা জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি মন্ত্রী আমিচাই ইলিয়াহুর মন্তব্যের নিন্দা করেছে। কারণ, ইলিয়াহুর গাজায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, ‘এ মন্ত্রীর মন্তব্যগুলো ৩০দিন ধরে গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েল যে গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে তার প্রতিনিধিত্ব করে।

হারেৎজ জানিয়েছে, ইসরায়েলের জেরুসালেম ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই ইলিয়াহুকে অনির্দিষ্টকালের জন্য সরকারের বৈঠক থেকে বরখাস্ত করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিবৃতি উদ্ধৃত করে এ খবর জানিয়েছে।’

ইলিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় একটি পারমাণবিক বোমা ফেলার বিষয়ে সিদ্ধান্ত নেবার স্বাধীনতা আছে ইসরায়েলের। এরপরই তাকে বরখাস্ত করা হয়।

তিনি বলেন, গাজায় অবস্থান করা সমস্ত মানুষই সামরিক কর্মকাণ্ডে যুক্ত। সেখানে কোনো বেসামরিক লোক নেই। গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রদানের সুযোগ দেওয়া হচ্ছে ইসরায়েলের ব্যর্থতা।

এমন ঘৃণ্য মন্তব্য করার পরে ওই ইসরায়েলি মন্ত্রী তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এর পোস্টে বলেন, তার মন্তব্যগুলো ছিল রূপক। তবে উগ্রবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া অবশ্যই প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের এ পদক্ষেপ নাৎসিবাদ এবং তাদের সমর্থকদের কাছে স্পষ্ট করবে যে উগ্রবাদের কোনো মূল্য নেই।’

অপরদিকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের উচিত গাজায় যুদ্ধবিরতির জন্য নিজ নিজ দেশের জনগণের আহ্বানে সাড়া দেওয়া।

হানিয়া পশ্চিমা দেশগুলোতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমে আসা হাজার হাজার জনতাকে অভিনন্দন জানান। তিনি তাদের প্রশংসা করে বলেন, আমেরিকার ওয়াশিংটনসহ পশ্চিমা বহু দেশের রাজপথে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে যারা নেমে এসেছে সেই বিশাল জনতাকে আমি অভিনন্দন জানাই।

হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান বলেন, পশ্চিমা লাখো জনতা আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং গাজায় অবিলম্বে যুদ্ধের নামে গণহত্যা বন্ধ করার জন্য সোচ্চার দাবি তুলেছে।

ইসমাইল হানিয়া আজ (রোববার ) এক বিবৃতিতে আরও বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে ইসরায়েলবিরোধী এ ধরনের বিশাল বিশাল জনসমাবেশ প্রমাণ করে যে বিশ্বের স্বাধীনতাকামী জনগণ দখলদার ইসরায়েলের যুদ্ধকামী নীতি এবং তাদের নৃশংস হত্যাকাণ্ডে চরম অতিষ্ঠ।

হামাসের এই নেতা বলেন, ইসরায়েলের মদদদাতা মার্কিন প্রশাসন এবং পশ্চিমা দেশগুলোর উচিত তাদের নিজ নিজ দেশের স্বাধীনতাপ্রিয় জনগণের আহ্বান শোনা।

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করেছি বিশ্বের মানুষ উচ্চস্বরে স্লোগান দিচ্ছে। তারা বলছে, ফিলিস্তিনের স্বাধীনতা এবং তাদের প্রতিরোধ বৈধ। একইসাথে ইসরায়েলি দখলদারিত্বের পতন হবে’ বলেও তারা শ্লোগান দিয়েছে বলে বিবৃতিতে হানিয়া উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ