• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

অনলাইনে প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার, চীনের নাগরিক পলাতক

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

রাজধানীর মোহাম্মদপুর থেকে অনলাইন প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গতকাল শুক্রবার ভোরে সাতমসজিদ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি ল্যাপটপ, তিনটি মোবাইল, ১২টি সিম, পাসপোর্ট, ব্যাংক কার্ড, এনআইডিসহ চেক বই জব্দ করা হয়েছে। চক্রের অন্যতম হোতা চীনের এক নাগরিককে খুঁজছে পুলিশ।

এটিইউর পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ ছানোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অ্যানি অ্যামাজন অ্যাপসে অ্যাকাউন্ট করে পণ্য কিনে অনলাইনে তাদের স্টোরে রেখে দিলে গ্রাহককে কমিশন দেওয়া হবে বলে জানায় প্রতারক চক্রটি। প্রলোভনে পড়ে এক ভুক্তভোগী বিকাশ ও রকেটের মাধ্যমে সাড়ে ৩ লাখ টাকা বিনিয়োগ করেন। ওই টাকার মালপত্র না দিয়ে রবিউলসহ প্রতারণা চক্রের সদস্যরা ভাগাভাগি করে নেয়।

তিনি জানান, রবিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতারণার হোতা চীনা নাগরিক লি জিয়াংকে গ্রেপ্তারের জন্য উত্তরার এক বাসায় অভিযান চালানো হয়। তাকে সেখানে পাওয়া যায়নি। লি জিয়াংকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ