ইরানসমর্থিত লেবাননভিত্তিক স্বশস্ত্র দল হিজবুল্লাহর সাথে ইসরাইলের যুদ্ধ অনিবার্য বলে মন্তব্য করেছেন ইসরাইলের সাবেক অর্থমন্ত্রী আভিগডর লিবারম্যান।
রোববার (১০ ডিসেম্বর) এফএম ১০৩কে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। কাতারভিত্তিক গণমধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ শেষ হলে ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ)কে উত্তরে অনিবার্য এক যুদ্ধে জড়াতে হবে। সেজন্য আইডিএফকে প্রস্তুত হতে হবে।
তিনি আরো বলেন, আমাদেরকে অবশ্যই গাজা যুদ্ধ শেষ করতে হবে। উত্তরে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে।
সূত্র : টুইটার