• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

পাকিস্তানের থানায় ভয়াবহ হামলা, নিহত অন্তত ৪ পুলিশকর্মী,

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

ফের রক্তাক্ত পাকিস্তান। ডেরা ইসমাইল খান শহরে একটি থানায় ভয়াবহ আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা। মৃত্যু হয়েছে অন্তত ৪ পুলিশকর্মীর। আহত অনেকেই। পুলিশের সঙ্গে এখনও গুলির লড়াই চলছে জঙ্গিদের। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-জেহাদ।

সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান শহরের একটি থানায় হামলা চালায় ফিদায়েঁ জঙ্গিদের একটি দল। তারা থানার নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ে। পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়। এই হামলায় আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। পালটা আক্রমণ শুরু করে নিরাপত্তাকর্মীরা। শেষ পাওয়া খবর মোতাবেক এখনও পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে। এই হামলার দায় স্বীকার করে নিয়েছে তেহরিক-ই-জেহাদ জঙ্গি সংগঠন।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে পাঠানকোটের কায়দায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়াঁওয়ালির বিমানবাহিনী ঘাঁটিতে হামলা চালায় ফিদায়েঁ জঙ্গিদের একটি দল। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৯ জঙ্গির। সেই হামলারও দায় নেয় তেহরিক-ই-জেহাদ। এর আগেও ডেরা ইসমাইল খান শহরে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। যার ফলে মৃত্যু হয় ৫ জনের।

বলে রাখা ভালো, এই ডেরা ইসমাইল খান শহর মূলত আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতি এলাকা। সেখানে আইন কানুন বা সরকারি নিয়ন্ত্রণ নেই বললেই চলে। যা অন্য দেশ-সহ পাকিস্তানের বহু সন্ত্রাসীদের চরণক্ষেত্র। ফলে ফের একবার রক্তাক্ত হল পাকিস্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ