• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০২ অপরাহ্ন

ফিলিস্তিনির শরীরে বোমা বেঁধে হামাসের সুড়ঙ্গে পাঠাল ইসরায়েলি সেনারা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে আটকের পর শরীরে বোমা বেঁধে হামাসের সুড়ঙ্গে জোরপূর্বক পাঠানোর খবর পাওয়া গেছে। মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

হাকিম (৩০) নামের ওই ফিলিস্তিনি মিডল ইস্ট আইকে বলেছেন, সুড়ঙ্গের ভেতর হামাস যোদ্ধাদের খুঁজতে ইসরায়েলি সৈন্যরা তাকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।

ওই ফিলিস্তিনি দুদিন আগে ইসরায়েলি সেনাদের কবজা থেকে মুক্তি পান। ইসরায়েলি সেনাদের হাতে আটক ফিলিস্তিনিদের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে অন্তর্বাস খুলে ফেলা কয়েক ডজন ফিলিস্তিনি পুরুষের মধ্যে তিনি একজন ছিলেন।

নিরাপত্তার কারণে নিজের পুরো নাম প্রকাশে অনিচ্ছুক হাকিম জানান, এক ইসরায়েলি সৈনিক তাকে হামাসের একটি সুড়ঙ্গে নিয়ে যাওয়ার আগে তাকে আল্লাহর কাছে পাঠাতে চান বলে মন্তব্য করেছিলেন।

হাকিম বলেন, ‘তিনি (ইসরায়েলি সৈনিক) আমাকে বিস্ফোরক ভরা একটি বেল্ট পরিয়ে দিয়েছিলেন এবং আমার মাথায় একটি ‘গো-প্রো’ ক্যামেরা রেখেছিলেন। শুধু তা-ই নয়, আমার কোমরে দড়ি বেঁধেছিলেন।

এই ফিলিস্তিনির মতে, তারপর তাঁকে সুড়ঙ্গের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল এবং ভেতরে কোনো যোদ্ধা আছে কি না, তা দেখতে নির্দেশ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘আমার মাথার ক্যামেরা ভেতরে কোনো যোদ্ধা দেখালে তারা আমার শরীর বাঁধা বোমা বিস্ফোরণের জন্য প্রস্তুত ছিলেন। আমি সেই মূহূর্তে শতভাগ নিশ্চিত ছিলাম যে আমাকে হত্যা করা হবে, কিন্তু তারপর টানেলের ভেতর কিছুই না পেয়ে তারা আমাকে দড়ি ধরে টেনে বের করে।’

মিডল ইস্ট আই এ বিষয়ে জানতে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে মন্তব্য চেয়েছে। তবে তাৎক্ষণিক কোনো সাড়া পায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ