গাজা যুদ্ধ নিয়ে আটটি বিষয়ে ইসরায়েলের কোনো গণমাধ্যম খবর প্রকাশ করতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। দ্যা ইন্টারসেপ্টর শনিবার এই তথ্য দিয়েছে।
প্রকাশিত রিপোর্ট অনুসারে, ইসরায়েলের চলমান “অপরাশেন সোর্ড অব আয়রন’ অভিযান নিয়ে খবর প্রকাশের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর চিফ সেন্সর ডিরেক্টিভ ব্রিগেডিয়ার জেনারেল কোবি মান্দেলব্লিত। গত ৭ অক্টেবার গাজা থেকে ইসরেয়েলের ভেতরে অভিযান চালানোর পর কোনো এক সময়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
নিষেধাজ্ঞা আদেশে বলা হয়েছে, দখলদার বাহিনীর অনুমতি ছাড়া আট বিষয়ে কোনো খবর প্রকাশ করা যাবে না। এগুলো ইসরায়েলের নিরাপত্তার সাথে জড়িত। এ বিষয়ে পত্রিকা ও রেডিও-টিভির রিপোর্টার এবং ডেস্কের সাংবাদিকদের বিস্তারিত জানানোর অনুরোধ করেছে দখলদার বাহিনী।
যেসব বিষয়ে নিধেষাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হলো- ইসরায়েলের ব্যবহৃত অস্ত্রের ধরন, হামাস কী ধরনের অস্ত্র দখল করেছে, ইসরায়েলের মন্ত্রিসভায় নিরাপত্তা নিয়ে আলোচিত বিষয়গুলো এবং গাজায় বন্দী থাকা ইসরায়েলিদের নিয়ে যে কোনো তথ্য।
এছাড়া, ইসরায়েলি সেনাদের অভিযান সম্পর্কে বিস্তারিত কথা বলা যাবে না, ইসরায়েলের গোয়েন্দা বিষয় ও ইসরায়েলের যেসব স্পর্শকাতর স্থানে গাজার রকেট আঘাত হানছে সেসব নিয়েও কথা বলা নিষেধ। এর পাশাপাশি সাইবার হামলা ও সিনিয়র সেনা কর্মকর্তাদের গাজার যুদ্ধক্ষেত্র পরিদর্শন নিয়েও কোনো রকমের খবর বা তথ্য প্রকাশ করা যাবে না।