• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

ইসরাইলকে অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

গাজা যুদ্ধে ব্যবহারের জন্য ইসরাইলকে অ্যাপাচি হেলিকপ্টার দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ইসরাইলভিত্তিক গণমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ (ইনেট)-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল গাজা যুদ্ধে ব্যবহারের জন্য ওয়াশিংটনের কাছে অ্যাপাচি হেলিকপ্টার চেয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র তেল আবিবের ওই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, নিরাপত্তা সূত্র জানিয়েছে, সংবেদনশীল এই ইস্যুর শেষ কথাটি এখনো বলা হয়নি। তবে ইসরাইল সামরিক বাহিনীর বহরে আরো অ্যাপাচি হেলিকপ্টার যুক্ত করার চাপ অব্যাহত রেখেছে।

ইনেট জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন যখন তেল আবিব সফরে ছিলেন, তখন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট অ্যাপাচি হেলিকপ্টারের জন্য অনুরোধ জানিয়েছিলেন।

উল্লেখ্য, গাজায় বেসামরিক মৃত্যু এবং গভীরতর মানবিক সঙ্কট নিয়ে বিদেশী সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগের মধ্যে অস্টিনের সফর এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ