• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের জন্মবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রামে নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্ত্বরে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেস ক্লাব, কুড়িগ্রাম সরকারি কলেজ, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এ উপলক্ষে কবির স্মৃতি স্মরণে দিনব্যাপী অনুষ্ঠিত হয় সৈয়দ হক মেলা।

মেলার উদ্বোধন করেন কবিপত্নী ডা. আনোয়ারা সৈয়দ হক। আর এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন, সমাজসেবী এ্যাড. আব্রাহাম লিংকন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রেস ক্লাব এর সভাপতি রাজু মোস্তাফিজ, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ। পরে এ মেলায় কবিতা আবৃত্তি বিভিন্ন প্রকাশনার মোড়ক উন্মোচন, লেখক ও কবি সম্মিলন স্বরচিত সাহিত্য পাঠ অনুষ্ঠিত হয়। শেষে সৈয়দ হকের একটি অপ্রকাশিত গ্রন্থ “জনক ও কালো কফি’ এর মোড়ক উন্মোচন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ