• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

দামেস্ক বিমানবন্দরে হামলায় ১১ শীর্ষ ইরানি কমান্ডার নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
 ছবি সংগৃহীত

দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে করা বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) -এর ১১ জন নেতা নিহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরিয়ার রাজধানী দামেস্কে এ বিমান হামলা ঘটে। শুক্রবার সকালে সৌদি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সৌদি গণমাধ্যম আল-হাদাথ জানিয়েছে, পূর্ব সিরিয়ার বিপ্লবী গার্ডের কমান্ডার নুর রশিদ বিমান হামলায় আহত হয়েছেন।

আইআরজিসি কমান্ডাররা উচ্চ পদস্থ প্রতিনিধিদের সাথে দেখা করতে বিমানবন্দরে ছিলেন বলে জানা গেছে।

এই সপ্তাহে সিরিয়ায় আরো হামলা হয়েছে। ইসরাইল এ হামলা চালিয়েছে বলে বিভিন্ন বিদেশী গণমাধ্যম দাবি করেছে।

সিরিয়ার গণমাধ্যমও বৃহস্পতিবার সন্ধ্যায় দাবি করেছে যে- ইসরাইল দুটি পৃথক বিমান হামলার মাধ্যমে দক্ষিণ সিরিয়া এবং দামেস্কের নিকটবর্তী স্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে। হামলার সময় দামেস্ক এলাকায় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল।

সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে যে- ইসরাইল কর্তৃক পরিচালিত কথিত বিমান হামলাটি ‘অধিকৃত সিরিয়ার গোলান মালভূমি’ থেকে করা হয়েছে।

এই সপ্তাহের শুরুতে, ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে- দামেস্কের আশপাশে গত সোমবার কথিত ইসরাইলি বিমান হামলায় নিহত আরেক আইআরজিসি কমান্ডার সাইয়েদ রেজা মুসাভির হত্যার উপযুক্ত জবাব দেবে।
সূত্র : দ্যা জেরুসালেম পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ