এশিয়া কাপ আর বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের ভরাডুবির পরই বোঝা গিয়েছিলো, নেতৃত্ব হারাতে যাচ্ছেন দাসুন শানাকা। একটু দেরিতে হলেও তেমনটাই হলো। শেষ হয়েছে শ্রীলঙ্কার হয়ে শানাকার নেতৃত্বের অধ্যায়।
শানাকার বদলে নতুন দু’জন অধিনায়ক খুঁজে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভিন্ন দু’জনকে নেতৃত্ব দেয়া হয়েছে। ওয়ানডের অধিনায়কত্ব পেয়েছেন কুশল মেন্ডিস। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী শ্রীলঙ্কা সিরিজ থেকেই দায়িত্ব পালন করবেন দু’জনে। সেখানে তিন ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
শুধু অধিনায়ক নয়, সহ-অধিনায়কও খুঁজে নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। হাসরাঙ্গা এবং মেন্ডিস উভয়েরই ডেপুটি হিসেবে কাজ করবেন চারিথ আসালাঙ্কা।
ভারত বিশ্বকাপে সময়টা ভালো যায়নি শ্রীলঙ্কার। ১০ দলের টুর্নামেন্টে নবম হয়েছে তারা। সেই দুঃসহ স্মৃতি ভুলতে নতুন করে সব শুরু করতে চাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
ফলে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড নতুন করে সাজাচ্ছে সব কিছু। নতুন নির্বাচক কমিটিও গঠন করেছে কয়েকদিন আগে। নির্বাচক কমিটির প্রধান হিসেবে সাবেক ওপেনার উপুল থারাঙ্গা দায়িত্ব পেয়েছেন। সাথে আছেন সাবেক ক্রিকেটার অজন্তা মেন্ডিস।
আর সাবেক অধিনায়ক সনাথ জয়াসুরিয়াকে এক বছরের চুক্তিতে ক্রিকেট পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।