সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান পাওয়া গেছে। সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মাদেন) এই খবর জানিয়েছে।
মাদেন কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে সোনার নতুন খনির সন্ধান পাওয়া গেছে। এগুলি মানসুরা মাসারাহ সোনার খনির দক্ষিণে অবস্থিত। এই মানসুরা মাসারাহ সোনার খনি-অঞ্চলটি ওই মাদেন কোম্পানিরই আওতাভুক্ত।
মাদেনের তরফে বলা হয়েছে, ২০২২ সালেই সোনার খনির সন্ধানে তারা ১০০ কিলোমিটার উপত্যকা-এলাকায় অনুসন্ধানের কাজ শুরু করেছিল। আর প্রায় ২ বছরের মাথায় তারই ফলে এই নতুন সোনার খনির সন্ধানলাভ। তারা খুশি এই জন্য যে সেই অনুসন্ধানে প্রথমবারের মতো সোনার ভাণ্ডার আবিষ্কৃত হলো।
ওই সোনার খনি থেকে সোনার কিছু নমুনাও সংগ্রহ করা গিয়েছে। সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে নতুন খনিতে উচ্চ মানসম্পন্ন সোনা থাকারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষাপটে কোম্পানিটি আগামী ২০২৪ সালে মানসুরা মাসারাহ এলাকা ঘিরে ব্যাপক আকারে খননকাজ চালানোর পরিকল্পনা করেছে।