• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

সাকিব-মাশরাফিকে সংবর্ধনা দেবে বিসিবি

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা -ছবি সংগৃহীত

৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা।

বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অপরদিকে টানা দ্বিতীয়বার সংসদ নির্বাচনে জয়ী হয়েছে মাশরাফি। তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক, ঘরোয়া লিগেও নিয়মিত খেলছেন। এ দু’জন নতুন করে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেবে বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তাদের দু’জনকে আমরা স্বাগত জানাই। সামনে বোর্ড মিটিং আছে, তাদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা অবশ্যই আমাদের ভাবনায় আছে। তবে কিভাবে কী করব সেটা আমরা এখনো ঠিক করিনি।’
মাশরাফিকে নিয়ে তিনি বলেন, ‘মাশরাফি পাঁচ বছরের একটা সময় শেষ করেছে। নতুনভাবে আবার সে এমপি নির্বাচিত হয়েছে। মাশরাফির মধ্যে আগে থেকেই নেতৃত্বগুণ ছিল। সে দারুণ করেছে। এটা অবশ্যই আনন্দের খবর যে ক্রিকেটের একজন প্রতিনিধি সফলভাবে কাজ করছে।

নতুন সংসদ সদস্য সাকিবকে নিয়ে তার ভাষ্য, ‘এবার সাকিব হয়েছে। সাকিব খুবই প্রতিভাবান এবং পেশাদার ক্রিকেটার। তার দায়িত্ব সে ভালো বোঝে। এখানেও (এমপি হিসেবে) সাকিব বেশ সফল হবে বলে আমার মনে হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ