পায়ের ইনজুরির কারণে চলতি জানুয়ারি মাসের শেষ পর্যন্তই মাঠের বাইরে থাকতে হবে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ডকে। যে কারণে আগামীকাল শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষেও মাঠে দেখা যাবে না নরওয়েজিয়ান এই তারকা ফুটবলারকে।
এ নিয়ে টানা ৯টি ম্যাচ মাঠের বাইরে থাকছেন হালান্ড। গেল বছরের ডিসেম্বরে প্রিমিয়ার লিগের খেলায় অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলতে নেমে পায়ের ইনজুরিতে পড়েন তিনি। এরপর থেকে আর মাঠে ফিরতে পারেননি হালান্ড।
সিটির ম্যানেজার গার্দিওলা আশা করছেন, আগামী সপ্তাতে আবুধাবিতে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন হালান্ড। এ বিষয়ে গার্দিওলা বলেন, ‘এটা হাড়। এর জন্য (ঠিক হতে) সময়ের প্রয়োজন। এটা (হাড়) ঠিক আছে, কিন্তু ডাক্তাররা এক সপ্তাহের জন্য খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং সম্ভবত আবুধাবিতে খেলা শুরু করতে পারবে। আশা করি, সে এই মাসের শেষে প্রস্তুত হবে। যদিও শুরুর দিকে আমরা আরও আগে মাঠে ফেরার প্রত্যাশা করেছিলাম।’
ইনজুরি সেরে না উঠায় ম্যানসিটির আরও দুটি ম্যাচ মিস করবেন হালান্ড। আগামী ২৬ জানুয়ারি এফএ কাপের চতুর্থ রাউন্ডের খেলায় টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি। এরপর ৩১ জানুয়ারি লিগ খেলায় অ্যাওয়ে ম্যাচে বার্নলির মুখোমুখি হবে গার্দিওলার দল। এই দুই ম্যাচেও খেলতে পারবেন না হালান্ড।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ১৪ গোলের রেকর্ড লিভারপুলের মোহাম্মদ সালাহর সঙ্গে ভাগাভাগি করছেন হালান্ড। এই মৌসুমে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সালাহর লিভারপুল। টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ম্যানসিটি।