বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে মাশরাফি বিন মর্তুজা খেলবেন কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। কারণ জাতীয় নির্বাচনের পর তিনি পায়ের অপারেশন করানোর কথা জানিয়েছিলেন। বিপরীতে তার দল সিলেট স্ট্রাইকার্স দৃঢ় প্রত্যয় জানিয়ে আসছে মাশরাফিকে পাওয়া নিয়ে।
বিপিএল ফ্র্যাঞ্জাইজিটি সাবেক এই টাইগার দলপতিকে এবারও নিজেদের অধিনায়ক ঘোষণা করেছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া সহ-অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ মিঠুন।
কাগজে-কলমে শীর্ষ চারে না থাকলেও আগেরবার বিপিএলে চমক দেখিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল মাশরাফির সিলেট। দেখা যাক, এবার মাশরাফি ম্যাজিকে কতদূর যেতে পারে দলটি।