• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

শ্বাসরুদ্বকর টাই, দুই দফা সুপার ওভার রোমাঞ্চের পর ভারতের জয়ের হাসি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নিজেদের অভূতপূর্ব উন্নতির দারুন এক প্রদর্শনী দেখালো আফগানিস্তান। শক্তিশালী ভারতের বিপক্ষে চলতে টি-টোয়েন্টি সিরিজে আফগানরা হেরেছে ৩-০ ব্যবধানে।তবে জয় না পেলেও তিন ম্যাচেই লড়াই করেছে হারার আগ পর্যন্ত। নিজেদের সেরাটা অবশ্য নবী-নাইবরা দেখালেন গতকাল সিরিজের শেষ টি-টোয়েন্টিতে।

ভারতের দেখা দেওয়া ২১২ রানের লক্ষ্য শেষ ব্যাটসম্যানদের অসাধারণ ব্যাটিংয়ে ছুঁয়ে ফেলেছিল আফগানিস্তান।এরপর ম্যাচ গড়ালো সুপার ওভারে।সেখানেও প্রথম দফায় সমানে সমান দুই দল। দুই দলই করে সমান ১৬ রান। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বিজয়ী নির্ধারণে দ্বিতীয় দফায় ম্যাচ গড়ালো সুপার ওভারে।এবার অবশ্য হার মানল আফগানিস্থান। ভারতের দেওয়া ১২ রানে লক্ষ্যে করতে আফগানরা ব্যাট করতে নেমে নির্ধারিত ২ উইকেট হারানোর আগে তুলতে পারল কেবল ১ রান।আর তাতে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের চোখ রাঙানো মতো হারের স্বাদ এড়ালো ভারত।

স্বস্তির এই জয়ে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশও সম্পন্ন করলো রোহিত শর্মার দল। গতকাল ভারতের রোমাঞ্চকর জয়ের প্রায় পুরো কৃতিত্ব দলটির ক্যাপ্টেন রোহিত শর্মার।এ সিরিজের মধ্যে দিয়ে দীর্ঘ বিরতির ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে প্রত্যাবর্তন সিরিজে প্রথম দুই ম্যাচেই ফিরেছেন রানের খাতা খোলার আগেই। শেষ ম্যাচে মাঠে নামার আগে তাই ছিলেন বাড়তি চাপে।

তবে রঙিন পোশাকে ভারতীয় দলের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান শেষ ম্যাচে ব্যাট হাতে বিস্ফোরক এক সেঞ্চুরি তুলে নিয়ে যারা বার্তা দিয়ে দিলেন, এখনো ফুরিয়ে যাননি।প্রথমে ব্যাট করা ভারত রোহিত শর্মার আনবদ্য শতকে ২১২ রানের পাহাড় দাঁড় করায় আফগানিস্তানের সামনে।৬৯ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১২১ রান করা অপরাজিত ছিলেন ভারতীয় ক্যাপ্টেন। টি-টোয়েন্টিতে এটি তার পঞ্চম শতক।এই ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখনও তিনি।

তবে এদিন ভারতীয় ইনিংসের শুরু থেকে আন্দাজই করা যায়নি কি ঝড় অপেক্ষা করছে শেষ পাঁচ ওভারে। আগে দুই ম্যাচে রান না পাওয়া রোহিত শুরুতে ছিলেন বেশ সাবধানী।প্রথম ৩৪ বলে এই ওপেনারের রান ছিল মাত্র ২৮।২১ রানেই তিন উইকেট হারানো ভারতীয় ইনিংসের গতিও ছিল মন্থর।১২তম ওভারে শরাফউদ্দিনকে পরপর ২ বলে ছক্কা মেরে রোহিত যে ঝড় শুরু করলেন, সেটি শেষ পর্যন্ত আর থামেনি।আর তাতে ১৫ ওভারে ১০ রানে থাকা ভারতের ইনিংস শেষ পর্যন্ত থামে ২১২ রানে গিয়ে।

রোহিতের সঙ্গে রিংকুর ঝড়ে ভারত শেষ ৫ ওভারে তোলে ১০৩ রান। এর মধ্যে করিম জানাতের শেষ ওভারেই আসে ৩৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র তৃতীয়বার এক ওভারে এল ৩৬ রান। রিংকু অপরাজিত থাকেন ৩৯ বলে ৬৯ রানে। রোহিত ও রিংকু মিলে মারেন ১৪টি ছক্কা।৪১ বলে অর্ধশতক পূর্ণ করা রোহিত শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১২১ রানে।

মূল ম্যাচে রান তাড়ায় গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ব্যাটে আফগানদের শুরুটা হয় দারুণ। পাওয়ার প্লেতে আসে ৫১ রান। ১০ ওভার শেষে তাদের রান ছিল বিনা উইকেটে ৮৫। এরপর দ্রুত ৩ উইকেট হারায় তারা।

গুরবাজকে (৩২ বলে ৫০) ফিরিয়ে ৯৩ রানের শুরুর জুটি ভাঙেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভ। গুরবাজের মতো ইব্রাহিমও থামেন পঞ্চাশ ছুঁয়েই (৪১ বলে ৫০)। ওমারজাই ফেরেন শূন্য রানে।

এরপর উইকেটে গিয়ে ১৬ বলে ৩ ছক্কা ও ২ চারে ৩৪ রানের ঝড়ো ইনিংসে আফগানিস্তানের আশা বাঁচিয়ে রাখেন নাবি।তবে ১৭ তম ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে নবী আউট হলে ফের ঘুরে যায় ম্যাচের মোড়।

শেষ তিন ওভারে জয়ের জন্য আফগানদের দরকার ছিল ৪৬ রান।পরেরবারের প্রথম বললেই করিম জান্নাত আউট হলে জয়ের পাল্লা ঝুঁকে যায় ভারতের দিকে।তবে গুলবাদিন নাইব তখনো হার মানতে নারাজ।এই অলরাউন্ডারের একক প্রচেষ্টায় শেষ বল পর্যন্ত ম্যাচের টিকে ছিল আফগানিস্থান।শেষ ৮ বলে ২৫ রান তুলে ভারতের স্কোর ছুঁয়ে ফেলে অফগানরা।২৩ বলে ৪টি করে চার ও ছক্কায় ৫৫ রানের স্মরণীয় এক ইনিংস খেলেন নাইব।

তবে ব্যাঙ্গালোরুতে তখনো যেন মূল রোমাঞ্চ যেন বাকি ছিল! ম্যাচ টাই, সুপার ওভার টাই, ক্রিকেট ভক্তরা দীর্ঘদিন পরে এমন এক শ্বাসরুদ্ধকর লড়াই দেখলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ