• বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
ফাইল ছবি

সিরিজে টানা চার ম্যাচ হারের পর মুখে হাসি ফোটানোর জন্য সান্ত্বনার জয় পেল পাকিস্তান। ক্রাইস্টচার্চে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪২ রানে হারিয়েছে তারা। তাতে অবশ্য মুখ রক্ষা হলো পাকিস্তানের। কোনোভাবে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো গেল।

ম্যাচে পাকিস্তানের ইনিংসে মোহাম্মদ রিজওয়ানের (৩৮ বলে ৩৮ রান) প্রান্ত ধরে রাখা ব্যাটিংয়ের পর ঝড়ো ইনিংস খেললেন ফখর জামান (১৬ বলে ৩৩ রান)। শেষ দিকে আব্বাস আফ্রিদির ক্যামিও ইনিংস রাখল ভূমিকা। তবু ১৩৪ রানে আটকে গিয়েছিল পাকিস্তান। টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ইশ সোধি প্রত্যেকে নিয়েছেন ৩টি করে উইকেট। তবে লো স্কোরিং ম্যাচে স্পিনারদের ঝলকে ওই রান নিয়েই বড় জয় পেয়েছে পাকিস্তান।

টসে জিতে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেছিলেন, এই ম্যাচে বাজির ঘোড়া হতে পারেন স্পিনাররা। তার কথাকে ভুল প্রমাণ হতে দেননি ইফতিখার আহমেদ ও মোহাম্মদ নাওয়াজ। এতো কম রানের পুঁজি নিয়েও নিউজিল্যান্ডকে মাত্র ৯২ রানে অলআউট করে দিতে সক্ষম হন তারা। ২৪ রান খরচে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইফতিখার। এছাড়া দুটি করে শিকার নাওয়াজ ও শাহিনের। কিউইদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন গ্লেন ফিলিপস।

এদিকে নাগালের মধ্যে থাকা রান তাড়ায় রাচিন রবীন্দ্রর উইকেট হারিয়ে শুরুটা নড়বড়ে হয় নিউজিল্যান্ডের। তবু ৮.২ ওভারে দলীয় ৫০ হয় কিউইদের। কিন্তু মাঝের ধসে পথ হারিয়ে ফেলে স্বাগতিকরা। ফিন অ্যালেন ২২ এবং উইল ইয়াং আউট হন ১২ রান করে। দলের দুর্দশা বাড়িয়ে ১ রানে ফেরেন মার্ক চাপম্যান। খানিকটা পরে তাঁকে অনুসরণ করেন টিম সেইফার্টও। মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিও করতে পারেননি কিছু। সবাই ব্যর্থতার মিছিলে যোগ দিলে ৯২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

অন্যদিকে ৫ ম্যাচে ২৭৫ রান করে সিরিজ সেরা হয়েছেন কিউই ওপেনার ফিন অ্যালেন।

উল্লেখ্য, পাঁচম্যাচের সিরিজে টানা চারটি ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ