• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

ফুলকোর্ট সভার সিদ্ধান্ত ১৮ ডিসেম্বরকে সুপ্রিমকোর্ট দিবস ঘোষণা

আপডেটঃ : বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭

প্রতিবছর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন থেকে ১৮ ডিসেম্বরকে সুপ্রিম কোর্ট দিবস ঘোষণা করা হয়েছে। ওইদিন সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি থাকায় আগামী ২ জানুয়ারি এই দিবস পালন করা হবে।
আজ বুধবার বিকালে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিয়ার সভাপতিত্বে আপলি ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। সভা থেকে সপ্রিম কোর্ট প্রশাসন সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে দিবসটি পালনের লক্ষ্যে আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের হাইকোর্ট বিভাগের যাত্রা শুরু হয়। পুরাতন হাইকোর্ট ভবনে বিচার কাজ পরিচালিত হত। বর্তমানে যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ