• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

ময়মনসিংহ মহাসড়ক অবরোধ-ভাঙচুর

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় সড়ক দুর্ঘটনায় মুনিরা (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তিনি একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

শনিবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং ময়লার ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার অশোক কুমার পাল বলেন, সকালে কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল ওই নারী পোশাক শ্রমিক।

এ সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়িতে ভাঙচুর চালায় এবং ময়লার গাড়িতে অগ্নিসংযোগ করে।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ