• মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

এবার ‘রাজকুমার’ মুক্তি পাচ্ছে আমেরিকা-কানাডায়

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে দর্শক সমাদর বেশি পাচ্ছে সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’। ১২৫টির বেশি হলে চলছে ছবিটি। এবার দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকা ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘রাজকুমার’। সামাজিক মাধ্যমে এ খবর শাকিব খান নিজেই দিয়েছেন।

আজ মঙ্গলবার নিজের ফেসবুকে শাকিব লিখেছেন, ঈদুল ফিতরে মুক্তির পর সারাদেশের মানুষের ভালোবাসায় ধন্য হয়ে আগামী ১৯ এপ্রিল থেকে সুদূর আমেরিকা ও কানাডায় ‘রাজকুমার’ মুক্তি পাচ্ছে। দেশের পর এবার প্রবাসী সকল বাংলা ভাষাভাষীদের মন জয় করবে ‘রাজকুমার’, ভালোবাসা ছড়িয়ে পড়বে পৃথিবী জুড়ে।

ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। তিনি জানিয়েছেন, প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রাজকুমার’।

ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মার্কিনি অভিনেত্রী কোর্টনি কফি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ। এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ