ঢাকাই সিনেমার তিন তারকা – শাকিব খান, অপু বিশ্বাস ও শবনব বুবলী। ক্যারিয়ার, সিনেমা, অভিনয়ের চেয়ে বেশি তাদের ব্যক্তিগত জীবন নিয়েই চর্চা হয়। গণমাধ্যমে প্রায়ই অপু-শাকিব ও বুবলীর সাংসারিক বিষয়গুলো নিয়ে খবর প্রকাশ হয়। বিষয়টি মোটেই পছন্দ নয় অপু বিশ্বাসের।
এ প্রসঙ্গে অপু বিশ্বাসের বক্তব্য, ব্যক্তিগত বিষয়গুলো টেনে আনা লজ্জাজনক।
সম্প্রতি একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভের সুরে এমনটাই জানালেন এ চিত্রনায়িকা। তিনি বললেন, ‘চলচ্চিত্র খুবই ভালো জায়গায় যাচ্ছে। সেখানে গিয়ে কোনো একটা ব্যক্তিমানুষ বাধাগ্রস্ত হচ্ছে। ব্যক্তিগত বিষয়গুলো টেনে আনা খুবই লজ্জাজনক।
সম্প্রতি সিনেমায় কম দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এ প্রসঙ্গ তুললে যেন আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন অপু।
পাল্টা প্রশ্ন ছুড়েন, অপু বিশ্বাস একশ’ সিনেমা অতিক্রম করার পরও কি সকালে, দুপুরে ও রাতের বেলায় এফডিসিতে থাকবে? আমি আমার ব্যক্তিত্ব, পজিশন, কর্মের জায়গাটা কখনোই সৃষ্টি করব না? অবশ্যই আমি আমার প্রডাকশন হাউস করেছি, ফেব্রুয়ারিতে আমার দুটি সিনেমা রিলিজ হয়েছে, ব্র্যান্ডিং চলছে। আমি তো বিভিন্ন কাজের সঙ্গে ব্যস্ত।
তিনি আরও বলেন, সারা দিন সিনেমায় থাকার চেয়ে বড় কথা, আমার সন্তানও আছে। সন্তানের একটি পরিবার আছে, সেটাও মেনটেইন করতে হবে।