• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

পাবনা ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
সংগৃহীত ছবি

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অঞ্জন কুমার সাহা (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ। রোববার (২৮ এপ্রিল) ভোরে তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈশ্বরদী রেলগেটের অদূরে ঈশ্বরদী-খুলনা ও ঈশ্বরদী-পদ্মা সেতু রেললাইনের পাতিবিল এলাকায় তিনি কাটা পড়েন। নিহত অঞ্জন ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালী জামতলার অনন্ত কুমার সাহার ছেলে।

স্থানীয়রা জানান, অঞ্জন বেশ কয়েক বছর ধরে প্রবাসে ছিলেন। গত সপ্তাহে তিনি সিঙ্গাপুর থেকে দেশে আসেন। এরপর থেকে তার বিয়ের কথাবার্তা চলছিল।

ঈশ্বরদী রেলওয়ে থানা (জিআরপি) অফিসার ইঞ্চার্জ ওসি মিহির রঞ্জন দেবনাথ জানান, রোববার সকালে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে সেটি বলতে পারেনি পুলিশ।

তিনি আরো জানান, লাশের ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ