• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

আবাহনীকে সেমিতে তুললো দুই ব্রাজিলিয়ান ও গ্রানাডিয়ান

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
আবাহনীর উল্লাস।

আবাহনী লিমিটেডের ব্রাজিলিয়ান ও গ্রানাডিয়ান ফুটবলার জ্বলে উঠলেই দলের খেলা পাল্টে যায়। আজও দুই ব্রাজিলিয়ানের সঙ্গে গ্রানাডার কর্নেলিয়াস দারুণ খেললেন। তাতে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে ফর্টিস এফসিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল।

দুই ব্রাজিলিয়ান ওয়াশিংটন ও জোনাথন এবং কর্নেলিয়াস একটি করে গোল করে ফর্টিস এফসিকে ছিটকে দিয়েছেন। ফর্টিসের হয়ে একটি শোধ দিয়েছেন সাজেদ হাসান জুম্মন।

এই ফলাফলে লাইনআপও চূড়ান্ত হলো। ৭ মে প্রথম সেমিফাইনালে মোহামেডান খেলবে পুলিশ এফসির বিপক্ষে। ২১ মে দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী মুখোমুখি হবে বসুন্ধরা কিংসের। ২১ মে হবে ফাইনাল।

এই তো কিছু দিন আগে ফর্টিসের সঙ্গে লিগের ফিরতি পর্বে ড্র করেছিল আবাহনী লিমিটেড। তাই আজ কিংস অ্যারেনাতে ফর্টিস কতটকু প্রতিরোধ গড়ে তুলতে পারে সেটাই ছিল দেখার। তবে হৃদয়-রহমতরা শুরুতে থেকে আক্রমণে এগিয়ে থেকে প্রতিপক্ষকে তেমন সুযোগই দেয়নি।

ম্যাচ শুরু থেকে আবাহনী আক্রমণে চাপ ধরে ৯ মিনিটে সফল হয়। জোনাথান ও ওয়াশিংটন দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে পড়েন। শেষ পাসটা এসেছে ওয়াশিংটনের কাছ থেকে। তার পাসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে কর্নেলিয়াস গোলকিপার শান্ত কুমারের পাশ দিয়ে জোরালো শটে জাল কাঁপিয়ে সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারতো। মারাজের থ্রু পাস থেকে কর্নেলিয়াস স্টুয়ার্ট বক্সের বাইরে থেকে গোলকিপারের ওপর দিয়ে বল জালে জড়াতে চাইলেও শেষ মুহূর্তে হাত দিয়ে রক্ষা করে গোল হতে দেননি শান্ত।

২১ মিনিটে জোনাথনের কর্নারে মিলাদ শেখের দারুণ প্লেসিং গোলকিপার কোনও মতে রক্ষা করেছেন।

দুই মিনিট পর আবাহনীর আক্রমণ থেকে নিজেদের ভুল বোঝাবুঝিতে আর একটু হলেই গোল হজম করতে বসেছিল ফর্টিস। ভাগ্য ভালো বল চলে যায় পোস্টের বাইরে।

২৮ মিনিটে ওয়াশিংটনের দুর্ভাগ্য। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কোনাকুনি শট পোস্টে লেগে প্রতিহত হলে গোল পাওয়া হয়নি। একটু গুছিয়ে নিয়ে ফর্টিস চেষ্টা করেছিল সমতায় ফিরতে।

৩০ মিনিটে ফর্টিস সুযোগও পায়। কিন্তু সতীর্থের ক্রসে নয়ন মিয়া হেড গোলকিপার শহিদুল আলম সোহেল কোনমতে রক্ষা করেন।

৪৪ মিনিটে ভ্যালেরির ফ্রি-কিক সোহেল বাম দিকে ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত গোল বাঁচিয়েছেন। তবে যোগ করা সময়ে প্রতি আক্রমণ থেকে আবাহনী ঠিকই ব্যবধান বাড়ায়। ওয়াশিংটন বাঁ প্রান্ত দিয়ে একাই বক্সে ঢুকে এক ডিফেন্ডার ও গোলকিপারের ফাঁক দিয়ে কোনাকুনি নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির পর আবাহনী আরও এক গোল দেয়। ৭৮ মিনিটে বক্সের ভিতরে কর্নেলিয়াসের পাস জোনাথন গোলকিপারের ডান দিক দিয়ে জড়িয়ে দেন জালে।

যোগ করা সময়ে ফর্টিস এক গোল শোধ দেয় যদিও। এলিট একাডেমি থেকে আসা সাজেদ হাসান জুম্মন প্লেসিং করে গোলটি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ