• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

বনানী কবরস্থানে আব্দুর রহমান বিশ্বাসের দাফন

আপডেটঃ : শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

কয়েক দফা নামাজে জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার আগেই বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন আবদুর রহমান বিশ্বাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বিএনপি সূত্র জানায়, সাবেক এই রাষ্ট্রপতির প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায় বরিশাল জেলা স্কুল মাঠে। এছাড়া বেলা সাড়ে ১১টায় ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় জানাজার পর হাইকোর্ট প্রাঙ্গণ, গুলশান আজাদ মসজিদ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর আবদুর রহমান বিশ্বাসকে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

দেশে সংসদীয় শাসন-ব্যবস্থা পুনর্প্রবর্তনের পর ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে সেই সংসদ আব্দুর রহমান বিশ্বাসকে ১১তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে। ১৯৯৬ সালের ৮ অক্টোবর তার মেয়াদ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ