• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

বিজিবি-বিএসএফের ভলিবল খেলা অনুষ্ঠিত

আপডেটঃ : রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ-ভারতের বিজিবি ও বিএসএফের মধ্যে ভলিবল টুর্ণামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। দু’দেশের মধ্যে ভলিবল খেলায় ৫৯ বিজিবি ব্যাটালিউনের সিও কর্নেল রাসেদ আলী ও ভারতের ৮২ বিএসএফের ব্যাটালিউনের সিও বি,এম গাঙ্গলী খেলাটি উপভোগ করেন। খেলাটি ২০১/৩৮ এস পিলার ভারতের শুকনগর মাঠে অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনায় ভলিবল খেলায় ৬জন করে খেলোয়ার দিয়ে দু’রাউন্ডে অনুষ্ঠিত হয়। ১ম রাউন্ডে বিজিবি বিএসএফের মধ্যে ২৫-১০ ও ২য় রাউন্ডে ২৫-১৫ পয়েন্টে বিজিবি বিএসএফকে পরাজিত করে। অনুষ্ঠিত ভলিবল খেলায় বাংলাদেশের দর্শক না থাকলেও ভারতের প্রচুর দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ট্রফি ও উপঢৌকন তুলে দেয়া হয়। এ খেলায় পয়েন্ট ভাগাভাগিতে বিজিব ও বিএসএফ-২২-১২ পয়েন্ট পায় এবং বিজিবিকে বিজয়ী ঘোষণা করে। এ সময় দু’দেশের বিওপি কমান্ডারগণ, সাংবাদিক ও খেলাপ্রেমীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ