• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন

রোহিঙ্গা সমস্যার কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র

আপডেটঃ : রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যার ব্যাপারে মিয়ানমারের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার চেয়ে কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ষষ্ঠ অংশীদারিত্ব সংলাপ শেষে  এ তথ্য জানান তিনি।
রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন তিনি। এর আগে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ষষ্ঠ অংশীদারিত্ব সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল হক এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি থসাস শ্যানন।
শ্যানর বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে সমস্যার সমাধান করা। আমরা এজন্য বার্মা, বাংলাদেশ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলছি। রোহিঙ্গারা যে অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে সেটির সমাধান এবং কেন রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসছে তার সমাধানের চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘এই মুহূর্তে শাস্তিমূলক ব্যবস্থা নয়। সমস্যার সমাধান করতে হবে আমাদের।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ