• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

মেসি না থাকায় জয়ও পেল না মায়ামি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

লিগে টানা ৫ ম্যাচ জয়ে উড়ছিল ইন্টার মায়ামি। তবে মায়ামির জয়ের সঙ্গে যেন লিওনেল মেসির থাকাটা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে! বৃহস্পতিবার (১৬ মে) অরল্যান্ডো সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মায়ামি। হাঁটুর চোটের কারণে এ ম্যাচে খেলতে পারেননি মেসি।

আর্জেন্টাইন তারকা সর্বশেষ মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন। যেখানে মায়ামির জেতা ৫ ম্যাচেই খেলেছিলেন মেসি। জয়েও রেখেছিলেন বড় ভূমিকা।

মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচ শেষে সেদিন মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছিল, মেসির চোট ততটা গুরুতর নয়। দলের সঙ্গে অনুশীলনও করেছেন। তবে তাকে নিয়ে আপাতত কোনো ঝুঁকি নিতে রাজি নয় ক্লাবটি। আজ জিততে না পারলেও লিগে টানা ৮ ম্যাচ অপরাজিত মায়ামি।

যদিও অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচ শেষে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে মায়ামি। ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট তাদের। দুই নম্বরে আছে সিনসিনাটি। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৭।

ম্যাচের ফল ছাপিয়ে মায়ামির দুশ্চিন্তার কারণ হতে পারে মেসির এমন ঘনঘন চোট পাওয়া। চলতি মৌসুমেই এর আগে বেশ কয়েকটি ম্যাচে তাঁকে ছাড়াই খেলতে হয়েছে মায়ামিকে। সব মিলিয়ে লিগে মায়ামি তাকে ছাড়া খেলেছে ৫ ম্যাচে। সামনেই কোপা আমেরিকা থাকায় মেসির চোট নিয়ে উদ্বিগ্ন হতে পারেন আর্জেন্টাইন সমর্থকেরাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ