• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

ভারতের বাজারে গুগলের পিক্সেল ২ এক্সএল স্মার্টফোন

আপডেটঃ : রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

গুগলের পিক্সেল স্মার্টফোনটি চলতি বছরের সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এ বিষয়ে অক্টোবরের গুগল এর সিইও সুন্দর পিচাই স্মার্টফোনে এআই টেকনোলজির ব্যবহার সম্পর্কে একটি  বিবৃতি প্রকাশ করেন এবং কীভাবে এই এআই টেকনোলজি স্মার্টফোনে ব্যবহার করা হবে তা জানিয়েছেন। যখন গুগলরে স্মার্টফোন পিক্সেল ২এক্সএল এর ব্যবহারের জন্য রিভিউ প্রকাশ করা হয় তখন সুন্দর পিচাই এআই টেকনোলজি ব্যবহার সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করে যাতে ব্যবহারকারীদের মনে সেটটি সম্পর্কে আলাদাভাবে আগ্রহ জন্মায়। গুগলের স্মার্টফোন পিক্সেল ২ এক্সএল সম্পর্কে কিছু তথ্য পিক্সেল ফোন প্রেমীদের উদ্দেশ্যে তুলে ধরা হলো- গুললের স্মার্টফোন ব্যবহারের জন্য অনেক আগ্রহীরা অধীর আগ্রহে অপেক্ষা করে দিনের পর দিন। তাদের প্রত্যাশা থাকে বাজারে অন্য সব স্মার্টফোনের চেয়ে গুগলের ফোনের ডিজাই একটু আলাদা হবে। এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে একটি আকর্ষনীয় দিক  আর তা হলো- মেটালিক বডিতে ডিসপ্লে এমন ভাবে যুক্ত করা হয়েছে যাতে এর কোন বর্ডার নেই। এটির সামনের দিকে ১২.২ মেগা পিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। চার্জিংয়ে ব্যবহার করা হয়েছে ইউএসবি সি টাইপ পোর্ট। হেডফোনের জন্যও একই পোর্ট ব্যবহার করা যাবে। ফোনটিতে ৩.৫ মিলিমিটার ব্যাসের জ্যাক ব্যবহার করা হয়েছে। সেটটির বাম দিকে একটি মাত্র সিমকার্ড ব্যবহারের অপশন দিয়েছে। ডান দিকে রয়েছে পাওয়ার ও ভলিউয়াম বাটন। সেটটির ডিসপ্লে টাইপ হলো- কিউএইচডি ও পিএলইডি। ডিসপ্লের আকার ৬ ইঞ্চি। সেটটিতে রয়েছে ৬৪ বিট অকটা কোর ৮৩৮ স্নাপড্রাগন প্রসেসর, ৪ জিবি র্যাম, ৬৪ বিজি ইন্টারনাল স্টোরেজ। ৬৪ ও ১২৮ জিবি স্টোরেজ ক্ষমতা সম্পন্ন দুইট ভার্সনে একই সেটটি পাওয়া যাচ্ছে। সেটটির অপারেটিং সিস্টেম হলো ৮.০.০ অ্যান্ড্রয়েড অরিও। সূত্র :দ্য টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ