• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

আইসসহ রোহিঙ্গা মাদক কারবারি  কে আটক র‌্যাব

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৬ মে, ২০২৪

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের নিকটবর্তী আকিজ পাহাড় নামক এলাকা থেকে দুই কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) মোহাম্মদ রফিক (৩৮) নামে এক রোহিঙ্গা মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উক্ত পাহাড়ে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের এসব আইস উদ্ধার করা হয়।

রফিক কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/২-এর মরহুম ইব্রাহিমের ছেলে।

র‌্যাব জানায়, উখিয়ার রাজাপালংয়ের আকিজ পাহাড় এলাকায় একজন মাদককারবারি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে একটি শপিং ব্যাগসহ পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। তার দেহ ও তার হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১০ কোটি টাকা মূল্যের দুই কেজি আইস উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ