• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

কুমিল্লাকে ১৪৪ রানের টার্গেট দিল চিটাগং ভাইকিংস

আপডেটঃ : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

বিপিএলের পঞ্চম আসরে আজ মঙ্গলবার প্রথম চ্যালেঞ্জে নেমেছে চিটাগং ভাইকিংস। একদিন বিরতির পর আজ মাঠে শুরু বিপিএলের উত্তেজনা। টুর্নামেন্টের পঞ্চম আসরের শুরুতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে চিটাগং।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কুমিল্লার অধিনায়ক মোহাম্মদ নবী। ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করতে সমর্থ হয় চিটাগাং। জিততে হলে কুমিল্লাকে করতে হবে ১৪৪ রান।
চিটাগং ভাইকিংসের টপ অর্ডারের ব্যাটসম্যানরা রান পেলেও মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি। ব্যাট হাতে চিটাগংয়ের লুক রনকি ২১ বলে ৪ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৪০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন আইকন ক্রিকেটার সৌম্য সরকার। ৩৩ বলে ৩ চার ও ১ ছক্কায় এই রান করেন সৌম্য। দিলশান মুনাবেরা ২২ বলে করেন ২১ রান। আর সিকান্দার রাজা ১৩ বলে করেন অপরাজিত ১৮ রান।
বল হাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ পেসার সাইফুদ্দিন একাই ৩টি উইকেট নিয়েছেন। ডোয়াইন ব্রাভো নিয়েছেন ২টি উইকেট। আল-আমিন হোসেন ও মোহাম্মদ নবী ১টি করে উইকেট নিয়েছেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, ইমরুল কায়েস, মারলন স্যামুয়েলস, জস বাটলার, অলক কাপালি, মোহাম্মদ নবী, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ সাইফুদ্দিন, রশিদ খান, আরাফাত সানী, আলামিন হোসেন,
চিটাগং ভাইকিংস: এনামুল হক, সৌম্য সরকার, লুক রঞ্চি, মিসবাহ-উল-হক, দিলশান মুনাবেরা, লুইস রেসি, সিকান্দার রাজা, শুভাশিষ রয়, সরোয়ার্দী শুভ, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ