• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

আলাদাভাবে শান্তর যে চাওয়া সাকিব মাহমুদউল্লাহদের কাছে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৯ মে, ২০২৪

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের জন্য হতে পারে একটা যুগের সমাপ্তি। কারণ সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদের সম্ভাব্য শেষ বিশ্বকাপ এটি। এমন এক টুর্নামেন্টের আগে তাদের কাছ থেকে ভক্তদের প্রত্যাশাও কম নয়। এবার সেই তালিকায় যোগ দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

আজ বুধবার (২৯ মে) বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে বিশ্বকাপ নিয়ে নিজেদের ভাবনার কথা জানান শান্ত। এসময় সাকিব-মাহমুদউল্লাহদের প্রসঙ্গে শান্ত বলেন, ‘তাদের দলে থাকাটা অনেক বড় প্লাস পয়েন্ট। এই ধরনের অভিজ্ঞ ক্রিকেটার যখন দলের সঙ্গে থাকে, তখন তরুণদের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। বিশেষ করে অনেকেই আছে যারা প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে, তাদের জন্য এটা অনেক অনুপ্রেরণার। পাশাপাশি তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’

সাকিবের কাছে নিজের চাওয়া জানিয়ে শান্ত আরও বলেন, ‘আমি আশা করব আমার কোনো ধরনের সাহায্য প্রয়োজন হলে তারা আমাকে করবেন। এখন পর্যন্ত তারা সেটাই করছেন। আমার কোনো পরামর্শের প্রয়োজন হলে তারা এগিয়ে আসেন। বিশ্বকাপেও এর ব্যতিক্রম হবে না বলে আমি আশা করি। আমি চাইব সাকিব ভাই তার অভিজ্ঞতা প্রত্যেকটা ক্রিকেটারের সঙ্গে শেয়ার করুক। তিনি যে ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, সেই আইডিয়াগুলো তরুণ ক্রিকেটারদের দিলে তারা অনেক উপকৃত হবেন। অলরেডি যেটা উনি করেন। সাকিব ভাইয়ের কাছে থেকে আলাদাভাবে এই জায়গাতেই চাওয়া থাকবে।’

অধিনায়ক হিসেবে শান্তর প্রথম বিশ্বকাপ হয়ে থাকতে পারে খেলোয়াড় হিসেবে সাকিব ও মাহমুদউল্লাহর শেষ বিশ্বকাপ। যদিও কোনো ঘোষণা তারা দুজনের কেউ দেননি, তবে ধারণা করা হচ্ছে এমন কিছুই। সাবেক দুই অধিনায়ক, দেশের ক্রিকেটের অভিজ্ঞ দুই সেনার জন্য বিশ্বকাপে বিশেষ কিছু করার প্রত্যয় বর্তমান অধিনায়কের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ