• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

ফাইনালে হেরে কাঁদলেন রোনালদো

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১ জুন, ২০২৪

সউদী কিংস কাপের ফাইনালে পেনাল্টিতে আল হিলালের কাছে পরাজয়ের মধ্য দিয়ে কোন শিরোপা ছাড়াই মৌসুম শেষ করল আল নাসর। ফাইনাল শেষে তাই দলটির পর্তুগীজ সুপারস্টারকে মাঠের মধ্যেই কাঁদতে দেখা গেছে। রোনালদোর এই আবেগ ফাইনালকে ছাপিয়ে ছড়িয়ে পড়েছিল সমর্থকদের মধ্যেও।

জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ছিল ১-১ ড্র। টাইব্রেকারে ৫-৪ গোলে জয়ী হয়ে আল হিলাল লিগ ও কাপ ডাবল পূর্ণ করে।

ম্যাচ শেষে পর্তুগীজ সুপারস্টারকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। এ সময় সতীর্থ ও কোচিং স্টাফরা এসে রোনালদোকে সান্ত্বনা দেবার চেষ্ট করেন। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী দ্রুতই মাঠ ছেড়ে বেরিয়ে যান, সাইডলাইনেও তাকে বারবার আবেগতাড়িত হতে দেখা গেছে।

এই পরাজয়ের মধ্য দিয়ে রোনালদো একটি হতাশাজনক মৌসুম শেষ করেছে। আল হিলালের থেকে ১৪ পয়েন্টের বড় ব্যবধানে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সউদী পেশাদার লিগ শেষ করেছে রোনালদোর দল আল নাসর। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নেয় দলটি।

ফেব্রুয়ারিতে আল শাবাবের ভক্তদের উদ্দেশ্য করে অশোভন অঙ্গভঙ্গীর কারণে রোনালদোকে নিষেধাজ্ঞার শাস্তিতে পড়তে হয়।

যদিও ব্যক্তিগত ভাবে ৩৯ বছর বয়সী এই সুপারস্টার বেশ কিছু কৃতিত্ব অর্জণ করেছেন। এবারই প্রথম সউদী পেশাদার লিগে পুরো মৌসুম তিনি খেলে সর্বোচ্চ ৩৫ গোলের রেকর্ড গড়েছেন। যদিও গতকাল পেনাল্টি শ্যুট আউটে গোল পেলেও তার দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ