• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

যত ছক্কা তত গাছ!

আপডেটঃ : বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

গত আসরে আনকোড়া এক দল নিয়ে বিপিএলের রানার্সআপ হয়ে চমকে দিয়েছিল বিশ্বকে। এবার আসরের শুরু থেকেই অন্য রকম এক চমকের ঘোষনা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। রাজশাহী কিংসের নতুন ঘোষণা শুনে হয়ত পরিবেশকর্মীরাই সবচেয়ে বেশি খুশি হবেন। কিংস ব্যাটসম্যানদের কাছ থেকে দেখতে চাইবেন বেশি বেশি ছক্কা। কারন এখন থেকে ছক্কা প্রতি একটি করে গাছ লাগানোর ঘোষণা দিয়েছে গেল আসরের রানার্সআপরা! সমস্ত দেশে সবুজ সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘অ্যা ছিক্স, অ্যা ট্রি’ ক্যাম্পেইন শুরু করেছে কিংস। এখন থেকে তাই ড্যারেন স্যামি, মুশফিকুর রহিমরা ছক্কা মারলেই বাড়বে সবুজের পরিমাণ। ফ্রেইঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়, এই ক্যাম্পেইনের ফলে কেবল রাজশাহীর ভক্তরা নন, বিপিএলের সমস্ত দর্শকই বৃক্ষ রোপণে অনুপ্রাণিত হবেন। মাঝারি মানের দল নিয়ে গতবার ফাইনালে উঠে গিয়েছিল রাজশাহী। এবারের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হেরেছে রংপুর রাইডার্সের বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ