• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

মানসিকভাবে ভেঙে পড়েছে পাকিস্তান কানাডা ম্যাচের আগে

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

টানা দুই ম্যাচ হেরে সুপার এইটের সমীকরণ কঠিন করে ফেলেছে পাকিস্তান। পরবর্তী দুই ম্যাচে নিজেদের জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও। এমন সমীকরণ মাথায় নিয়ে আজ কানাডার বিপক্ষে মাঠে নামছে বাবর আজমের দল।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে পাকিস্তানের সহকারী কোচ আজহার মেহমুদ বলেছেন, ‘দুটি হারের পর প্রত্যেকের হৃদয়ই ভেঙে গেছে। যুক্তরাষ্ট্রের কাছে হারের চেয়ে ভারতের কাছে হারটি ছিল বেশি হতাশার। এই মুহূর্তে দলের মনোবল অনেক কমে গেছে।’

তবে এখনো সুপার এইটের আশা হারাচ্ছেন না আজহার। তিনি বলেন, ‘আমাদের যেহেতু ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, তাই মনোবল চাঙা করাটা খুব প্রয়োজন। সবকিছু শেষ না হয়ে যাওয়া পর্যন্ত আমরা আশা হারাচ্ছি না।’

ভারতের বিপক্ষে লক্ষ্য তাড়ায় ভালোই এগোচ্ছিল পাকিস্তান। শুরুর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। এ প্রসঙ্গে আজহার বলেন, ‘আমাদের শট নির্বাচন ঠিক ছিল না। যেটা রান রেট ১০-এ নিয়ে গেছে। আমরা ১৫ ওভার পর্যন্ত ভালো খেলছিলাম। আমরা দল হিসেবে হেরেছি এবং কোনো ব্যক্তিকে দায় দিতে পারি না।’

‘ব্যর্থতার দায়ভার পুরো ম্যানেজমেন্টের। আমরা সবাই ভুল করেছি। কোনো খেলোয়াড় যদি নিজের সামর্থ্যে সন্দেহ করতে শুরু করে, তখন সবকিছু খুব কঠিন হয়ে যায়। নিজেদের প্রতি বিশ্বাস রেখে যদি আমরা খেলতে পারি, সবাইকে ভুল প্রমাণ করা যাবে।’-যোগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ