• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের বাধা হলেন প্রথমার্ধে। হাঙ্গেরির নেওয়া পরীক্ষায় পাশ করলেন তিনি।

তবে জয়টা ঠিকই পেলো জার্মানি। দুই অর্ধে দুই গোল করেছে তারা। দুটিতেই অবদান ছিল অধিনায়ক ইলকাই গুন্দোয়ানের। বুধবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ২-০ গোলে জিতেছে জামার্নি।

আগের ম্যাচে ৫-১ গোলে জয় পাওয়া জার্মানিকে এদিন বেশ পরীক্ষার মুখেই পড়তে হয়। যদিও শেষ অবধি জয়ে ইউরোর শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে স্বাগতিকরা, রোববার গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তারা। অনেকগুলো সুযোগ পেয়েও প্রতিপক্ষের সমর্থকদের চুপ করাতে পারেনি হাঙ্গেরি।

ম্যাচের কেবল ১৫ সেকেন্ডের মাথায় বল চলে যায় জার্মানির বক্সে। রোনাল্ড সাল্লাইসের শট ঠেকান ন্যুয়ার। তবে শুরুর ওই চাপ সামলে ২২ মিনিটেই লিড নিয়ে নেয় স্বাগতিকরা। উইলি ওরবানের কাছ থেকে বল কেড়ে নিয়ে জামাল মুসিয়ালাকে পাস দেন গুন্দোগান। গোল করতে ভুল করেননি মুসিয়ালা।

বিরতির ঠিক আগে এগিয়ে যাওয়ার সুযোগ পায় দুই দলই। শুরুতে উইটার্জের কাছ থেকে পাওয়া বলে মুসিয়ালার নেওয়া শট ডিফ্লেক্টেড হয়ে সাইড নেটে লাগে। পরের মিনিটে সোজেবোসজালির শট ঠেকিয়ে দেন ন্যুয়ার।

৬০ মিনিটের সময় পোস্টের ওপর দিয়ে মেরে আরও একটি সুযোগ নষ্ট করেন সাল্লাই। ৬৭ মিনিটে উল্টো গোল পেয়ে যায় জার্মানি। এবার তাদের হয়ে গোল করেন গুন্দোগান নিজেই। মিটটেসটাটের বাড়ানো বল থেকে সহজেই গোল করেন গুন্দোগান। এরপর দুই দলই কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ