• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:০০ অপরাহ্ন

প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় হাতি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২১ জুন, ২০২৪
সংগৃহীত ছবি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় হাতির দেখা মিলেছে, যা সমাবেশে আসা নেতাকর্মীদের বিশেষ দৃষ্টি কেড়েছে।

আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টা নাগাদ রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগের অস্থায়ী সমাবেশ মঞ্চের সামনে নিয়ে আসা হয় দুইটি হাতি।

দুইটি হাতির উপর দুইজন করে চারজন মহুতকে দেখা গেছে। দলীয় কোনো নেতাকর্মী হাতির পিঠে না চাপলেও হাতির গায়ে দেখা গেছে দলীয় পোস্টার।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের পক্ষ থেকে হাতি দুইটি নিয়ে আসা হয়। হাতির মাথার সামনে দেখা গেছে বাহাউদ্দীন নাছিমের ছবি সম্বলিত পোস্টার। এছাড়া হাতির পিঠে বাধা হয়েছে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তৈরি করা বিশাল ব্যানার।

হাতি ছাড়াও সমাবেশের শোভাবর্ধনে ছিলো ব্যান্ড পার্টি, ঢোল, কৃষকের সাজ, বেলুনসহ বিভিন্ন উপকরণ। এছাড়া নেতাকর্মীদের ঢল ও স্লোগান শোভাযাত্রাকে বর্ণাঢ্য করে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ