• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

স্প্যানিশ ডিফেন্ডার বলেন সেরাটা এখনো বাকি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৮ জুলাই, ২০২৪

একমাত্র দল হিসেবে টানা পাঁচ জয়ে ইউরোর সেমিফাইনালে উঠেছে স্পেন। গোছানো ফুটবল উপহার দিয়ে সবার নজর কেড়েছে তারা।

যদিও নিজেদের সেরাটা দেওয়া এখনো বাকি বলে মনে করছেন দলটির ডিফেন্ডার মার্ক কুকুরেয়া।
সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স। এখন পর্যন্ত এবারের আসরে ওপেন প্লে থেকে কোনো গোল করতে পারেনি তারা। দলটির সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেও ভুগছেন গোলখরায়। তবে আক্রমণে তিনি যে হুমকি হতে পারেন তা ভালোভাবেই জানা কুকুরেয়ার।

স্প্যানিশ ডিফেন্ডার বলেন, ‘ফ্রান্সের বিপক্ষে আমাদের খুবই মনোযোগী থাকতে হবে। বল হারালে সতর্ক থাকতে হবে কারণ আক্রমণে তাদের কিছু গতিময় খেলোয়াড় আছে যারা বিপদ ঘটাতে পারে। যদি আমরা দ্রুত বল ফের দখলে নিতে পারি তাহলে আমি মনে করি আমাদের ভালো সুযোগ আছে।

‘জিতলে মানুষ আমাদের মনে রাখবে এবং এটাই আমাদের লক্ষ্য। আরও এক সপ্তাহ বাকি আছে এবং সেরাটা দেওয়া এখনো বাকি, আমরা জিততে চাই। ফুটবল দলীয় খেলাম, একক খেলা হলে সেটা জটিল হতো। কিন্তু দিনশেষে সবকিছু আমাদের ওপর নির্ভর করছে। আমার মনে হয়, আমরা যে খুব ঐক্যবদ্ধ দল, সেটা দেখাতে পেরেছি। খুব প্রচেষ্টা চালিয়েছি এবং একে অপরের জন্য সবটুকু নিংড়ে দিয়েছি আমরা। একত্র থাকাটাই আমাদের চাবিকাঠি। প্রতিটি মুহূর্তেই তেমনটা থাকতে হবে এবং তাদের (ফ্রান্স) পাল্টা আক্রমণ কমিয়ে আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ