নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ নির্মাণ করেছেন নতুন একটি টেলিফিল্ম। টেলিফিল্মটির নাম দিয়েছেন ‘আমাদের গল্পটা এমনও হতে পারতো’।
টেলিছবির গল্পটা আমাদের সমাজেরই, চারপাশের ঘটনা থেকে গুছিয়ে সাজানো হয়েছে। লিখেছেন মোরছালিন মাসুম। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা বান্নাহ।
নতুন এই টেলিফিল্ম নিয়ে বান্নাহ বলেন, ‘আমাদের গল্পটা এমনও হতে পারতো’ টেলিফিল্মের গল্পে দেখা যাবে, একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষিত ছেলের জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। এখানে পারিবারিক বিভিন্ন সমস্যা যেমন উঠে আসবে, তেমনি দেখা যাবে ছেলেটির ব্যক্তিজীবনের প্রেম-ভালোবাসার ব্যাপারটিও। তবে গল্পের শেষ পরিণতি সবাইকে ভাবাবে। হয়ত কাঁদাবেও।
অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সাফা কবির। তাদের সঙ্গে আরো দেখা যাবে মনিরা মিঠু, ইভার সাইর, গোলাম রাব্বানী মিন্টু প্রমুখকে। আগামীকাল শুক্রবার দুপুর ৩টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে টেলিছবিটি।