• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে প্রবাসী আয় এলো ২০৪৪৭ কোটি টাকা ২৫ দিনে অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের ওপর হামলা বাধ্যতামূলক করতে ড্রোনের নিবন্ধন, বাতিল হচ্ছে আগের নীতিমালা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: আমীর খসরু চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান ছাড়েননি ইবতেদায়ি শিক্ষকরা বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের ভুল বোঝাবুঝি কাম্য নয় চিত্রনায়িকা পরীকে গ্রেফতার করতে আদালতের র্নিদেশ বাংলাদেশি দক্ষ কর্মী চায় ইউরোপ, প্রশিক্ষণে টাকা দেবে ইইউ জুলাই-আগস্টে কারাগার থেকে পালানো ৭০০ বন্দিকে এখনো ধরা যায়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদাহানিকর: দুদক

লুট হওয়া শটগান ও মোটরসাইকেল ফেরত দিলো ফরিদপুর থানায়

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিনটি মোটরসাইকেল ফেরত দিয়েছেন অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি।

শুক্রবার (৯ আগস্ট) সকালে আনসার ভিডিপির ফরিদপুর জেলা কমান্ড্যান্ট নাদীরা ইয়াসমিন এতথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বুধবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসারের হাবিলদার আবদুল লতিফের কাছে মোটরসাইকেল ও অস্ত্রটি জমা দেওয়া হয়।

কমান্ড্যান্ট নাদীরা ইয়াসমিন বলেন, ফেরত দেওয়া শটগানের গায়ে ‘কে আর জি/ ৪২৫২২৪২’ নম্বর লেখা রয়েছে। ফেরত দেওয়া তিনটি মোটরসাইকেল দুটির নম্বর প্লেট খুলে ফেলা হয়েছে। অপর মোটরসাইকেলের নম্বর রাজবাড়ী-ল-১১-৬০৮৫।

তিনি আরও বলেন, হাবিলদার আবদুল লতিফের নেতৃত্বে আটজন আনসার সদস্য বর্তমানে সদরপুর থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। গত বুধবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে কয়েকজন ব্যক্তি লুট করে নেওয়া একটি মোটরসাইকেল চালিয়ে এবং দুটি মোটরসাইকেল নছিমনে করে এনে পৌঁছে দেন। অস্ত্রটি জমা দেওয়া ওই ব্যক্তি জানান, অপরিচিত এক ব্যক্তি তার ফোনে কল করে জানান, আটরশি দরবার শরিফের পাশে নির্মাণাধীন একটি দোকানঘরে একটি বস্তার ভেতর অস্ত্রটি রাখা আছে। পরে সেখান থেকে অস্ত্রটি উদ্ধার করেন তিনি।

নাদীরা ইয়াসমিন জানান, মোটরসাইকেল তিনটি সদরপুর থানায় আনসার সদস্যদের জিম্মায় রাখা হয়েছে। শটগানটি ফরিদপুরের দায়িত্বরত সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গগত, ৫ আগস্ট বিকেল ৫টার দিকে মিছিল থেকে একদল বিক্ষোভকারী সদরপুর থানায় হামলা করে। তারা থানার সামনে থাকা ইউএনও, ওসির গাড়ি ও একটি পুলিশ ভ্যানে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল লুট নিয়ে যায় হামলাকারীরা। এছাড়া থানার অস্ত্রাগার ভেঙে অস্ত্র–গুলি লুট করা হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, থানায় কতগুলো অস্ত্র বা কতগুলো মোটরসাইকেল ছিল তা হিসাব না করে বলা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ