• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

রাঙামাটি শহরের বিভিন্ন দেয়ালের রং-তুলির আঁচড়ে রাঙাচ্ছেন শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

ছাত্র সমাজের রং-তুলির আঁচড়ে বদলে যাচ্ছে রাঙামাটি শহরের বিভিন্ন দেয়ালের চিত্র। স্থানীয় অধিবাসীদের সংস্কৃতি, আন্দোলন, অধিকার তুলে ধরার পাশাপাশি সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের বিভিন্ন দিক তুলির রংয়ে তুলে ধরেছেন শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে প্রতিদিনই রং-তুলি নিয়ে নেমে পড়ছেন তারা।

ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে রাঙামাটি শহরের বিভিন্ন দেয়ালে রং-তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন বয়সী ছেলে-মেয়েরা দেয়াল লিখনেও অংশ নেয়। শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে দেয়ালগুলোতে যেন ফুটে উঠতে শুরু করেছে বর্তমান প্রজন্মের মেধা ও বুদ্ধিদীপ্ত চেতনা। দেশপ্রেম ও দায়িত্বের জায়গা থেকে এইকাজে অংশ নিচ্ছেন ছোট-বড় সব বয়সী শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ