• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

এসডিজি অর্জনে ঐক্যবদ্ধ হতে হবে : শিল্পমন্ত্রী

আপডেটঃ : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

এমডিজি’র সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় এসডিজি অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, সহস্রাব্ধ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের সফলতার ধারবাহিকতায় জাতিসংঘ ঘোষিত ১৭টি লক্ষ্য অর্জনের মাধ্যমে টেকসই উন্নয়নের কাঙ্খিত গন্তব্যে পৌঁছতে সরকার বদ্ধপরিকর।
আজ শনিবার সকালে গণপ্রকৌশল দিবস-২০১৭ ও আইডিইবি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত “সমৃদ্ধ বাংলাদেশ ও এসডিজি অর্জনে দক্ষতা” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে সূচনা ও মূল বক্তব্য উপস্থাপন করেন আইডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শামসুর রহমান।
আমির হোসেন আমু ২০৪১ সালের মাধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকারের পরিকল্পনা তুলে ধরে বলেন, দেশের বিশাল সমুদ্র সম্পদ ও মানব সম্পদের সঙ্গে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে এসডিজির লক্ষ্য অর্জন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ